বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর আয়োজনে ও মুক্তিযুদ্ধ যাদুঘর এর সহযোগিতায় আগামী ২২শে ডিসেম্বর ২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ শীর্ষক স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা “বিজয় বিতর্ক ২০১৮”।

•• এই আয়োজনে যা যা থাকছে:
বারোয়ারি প্রতিযোগিতা (বাংলা ও ইংরেজি), কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাংলা বিতর্ক প্রতিযোগিতা, বিতর্কের ক্লাস, প্রদর্শনী বিতর্ক, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

•• কারা অংশগ্রহন করতে পারবে?
ঢাকা বিভাগের সকল স্কুল এবং কলেজ এর শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ গ্রহণ করতে পারবে।

•• কোন কোন গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে?
বাংলা বিতর্ক ও কুইজ:
গ্রুপ ক : ১০ম শ্রেণি পর্যন্ত
গ্রুপ খ : ১১শ- ১২শ শ্রেণি

বিতর্ক ও কুইজ ছাড়া বাকি সকল প্রতিযোগিতা ৪ টি গ্রুপে অনুষ্ঠিত হবে।
গ্রুপ ক (৩য়-৫ম শ্রেণি)
গ্রুপ খ (৬ষ্ঠ-৮ম শ্রেণি)
গ্রুপ গ (৯ম-১০ম শ্রেণি)
গ্রুপ ঘ (১১শ- ১২শ শ্রেণি)

•• নিবন্ধন ফি কত?
বাংলা ও ইংরেজি বারোয়ারি বিতর্ক – ৳২০০
কুইজ প্রতিযোগিতা -৳৩০০ (প্রতি দল)
বাংলা বিতর্ক প্রতিযোগিতা -৳৫০০ (প্রতি দল)
চিত্রাঙ্কন প্রতিযোগিতা -৳২০০

•• অংশগ্রহণের নিয়ম?
* বাংলা বিতর্ক প্রতিযোগিতায় প্রতি স্কুল ও কলেজ থেকে ৩ সদস্যের সর্বোচ্চ ১টি দল অংশগ্রহন করতে পারবে। সর্বমোট ১৬ টি স্কুল ও ১৬টি কলেজ দল প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পাবে।

* কুইজের প্রতিযোগিতায় প্রতি স্কুল ও কলেজ থেকে ২ জন সদস্যের সর্বোচ্চ ৫টি দল অংশগ্রহন করতে পারবে।

* বাংলা এবং ইংরেজি বারোয়ারি প্রতিযোগিতা উভয় ক্ষেত্রে প্রতি স্কুল ও কলেজ থেকে প্রতি গ্রুপে সর্বোচ্চ ১০ জন প্রতিযোগি অংশগ্রহন করতে পারবে।

* চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রতি স্কুল ও কলেজ থেকে প্রতি গ্রুপে সর্বোচ্চ ১০ জন যে কোন মাধ্যমে আঁকা চিত্রকর্ম জমা দিতে পারবেন।

* নিবন্ধনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর,২০১৮ *

নিবন্ধনের জন্য ভিজিট করুন www.ndf-bd.com
অথবা +880 19 8783 0396 , +880 17 4199 1826 ,
+880 16 8081 5042 , +880 16 2401 2811

 

This form is closed