403786_217727611650784_1190500756_nসভ্যতার শুরু থেকে বিভিন্ন দর্শন এবং দর্শন ও মতবাদের ভেতর-বাইরে বিতর্কের ঝড় উঠেছে। মানুষের অনিবার্য প্রবণতাই বোধ হয় বিতর্কের মধ্য দিয়ে তার নিশ্চল, নিশ্চেষ্ট, স্থবির জীবনকে গতির বোধে উজ্জীবিত করে তোলা, বিতর্ক না থাকলে চিন্তার এই চরম উৎকর্ষ ঘটত না। বিতর্ক মানুষের মনোজগতের দ্বন্দ্বসমূহকে দাম্ভিক বিশ্লেষণের মধ্য দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। সিদ্ধান্তের আপাত প্রান্তবিন্দুতে এসে আবারও নতুন দ্বন্দ্বের জন্ম হয়। কখনো অনুঘটক, কখনো বা উদ্দীপক হিসেবে বিতর্ক ঋদ্ধ করে তর্কমানবকে, উত্তরণ ঘটে মানবসভ্যতার।

‘আমরা সৃষ্টি লক্ষে, সুন্দরের জয়গান যুক্তির আলোকে।’ নিজস্ব অস্তিত্বকে বাঁচিয়ে রাখার নির্মোহ তাগিদে এক মর্মস্পর্শী-জাতীয় অবস্থার শিকল ভেঙে বেরিয়ে আসছে একটি সাংস্কৃতিক বলয়। যে সাংস্কৃতিক শাখার ভেতর রয়েছে নৃত্য, সংগীত, রচনা, আবৃত্তি, নাটক ইত্যাদি। রয়েছে শিল্পের সবচেয়ে শক্তিশালী শাখা ‘বিতর্ক’। যা সবচেয়ে স্বাধীন শিল্প। এই বিতর্ক শিল্পটিই সমস্ত শিল্প থেকে সবচেয়ে আলাদা। কারণ এখানে একজন মানুষ স্বাধীনভাবে তার চিন্তা, চেতনা, উপলব্ধি যৌক্তিকভাবে উপস্থাপন করে, দর্শক-শ্রোতাদের উদ্বুদ্ধ করে।

সাম্প্রতিক কালে রাজধানী ঢাকা, রংপুর, কুষ্টিয়া, রাজশাহী, সিলেট, বরিশাল, চট্টগ্রামসহ দেশের সর্বত্র বিতর্কচর্চার সক্রিয় ধারা লক্ষ করা যাচ্ছে। স্থানীয় ও জাতীয়ভাবে বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক উৎসব, বিতর্ক কর্মশালা, উৎসাহমূলক বিতর্ক কর্মসূচি ইত্যাদি নানা ধরনের কার্যক্রমের বিতার্কিক ও বিতর্ক-সংগঠকেরা সক্রিয় হয়ে উঠেছে। টেলিভিশন বিতর্ক গত কয়েক দশকে আমাদের কৌতূহলের বিষয় হয়েছে। স্কুল-বিতর্ক ও কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক শিক্ষার্থীদের মধ্যে বিশেষ সাড়া জাগিয়েছে। বিতর্কও সাম্প্রতিক কালের বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। বিতর্কের প্রিমিয়ামলীগ, সাহিত্যনির্ভর, চরিত্রবিতর্ক, জুটি বিতর্ক, প্ল্যানচেট বিতর্ক, রম্য বিতর্ক, ওয়ার্ল্ড ফরমেটসহ নানা মডেলের বিতর্ক চর্চা এ দেশের বিতর্ককে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির জোর দাবি ক্রমেই উচ্ছ্বাসিত হচ্ছে শিক্ষার্থীদের মাঝে।

বিতর্ক নিয়ে এসব তৎপরতার ফলে বিতার্কিকসহ বিতর্কচর্চায় আগ্রহী ও উৎসাহী শিক্ষার্থী ও কর্মী মহলে আবেগ-উচ্ছ্বাসের চেয়ে যুক্তিবাদী চেতনা বিকশিত হচ্ছে। তা চিরাচরিত বা প্রথাবদ্ধ মূল্যবোধ ও ধ্যান-ধারণার জায়গায় নতুন মূল্যবোধ ও সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখছে। বিতর্কের বিষয় হিসেবে রাজনৈতিক-সামাজিক, অর্থনৈতিক-সামাজিক নানা বিষয়, পরিবেশ, উন্নয়নের সমস্যাসহ বিভিন্ন ধরনের সমস্যা আলোচিত হওয়ায় সমস্যার প্রকৃতি, তার ইতিবাচক ও নেতিবাচক বিভিন্ন দিক, সমস্যা সমাধানের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ ইত্যাদি বিষয়ে সাধারণভাবে আমাদের জ্ঞানের দিগন্ত প্রসারিত হচ্ছে এবং আমাদের আগ্রহ ও সচেতনতাও বাড়ছে। নিছক তথ্য উপস্থাপনে সীমিত না থেকে বক্তব্য, যুক্তি ও তথ্যকে জোরালোভাবে উপস্থিত করার ফলে সমস্যা মোকাবিলা ও নিরসনে জনমত গড়ে উঠছে।

‘শোন যুক্তিই আমাদের সৌন্দর্য’ এই স্লোগানকে বুকে লালন করে বাংলাদেশের বিতর্ক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেবার প্রয়াসে বিরামহীন কাজ করে যাচ্ছে বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি), এই কর্মোদ্যোগের অংশ হিসেবে ঘউঋ ইউ ছুটে বেড়াচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। বিতর্ক নামক এই মেধাবী শিল্পকে রাজধানী-কেন্দ্রিক না রেখে মফস্বলের অবহেলিত শিক্ষার্থীদের সুন্দরভাবে কথা বলার শিল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই ঘউঋ ইউ-এর প্রচেষ্টা। যার মধ্য দিয়ে সারা দেশজুড়ে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়ে বিতর্ক শিল্প চর্চায় নতুন জোয়ার এসেছে। প্লাটফম তৈরি করে দিয়েছে অসংখ্য তার্কিক ও বিতর্ক অনুরাগীদের।

মুক্তিবাদী সমাজ বিনির্মাণে এনডএিফবডিরি পথচলা

১ম জাতীয় পার্বত্য বিতর্ক উৎসব ’০৫
বিতর্ক নামক আধুনিক শিল্পকে ছড়িয়ে দিতে প্রান্তজনের কাছে ছুটে যাওয়ার প্রথম প্রয়াস ১ম জাতীয় পার্বত্য বিতর্ক উৎসব ’০৫। সুবিধাবঞ্চিত আদিবাসী শিক্ষার্থীদের মাঝে মুক্ত চিন্তা-চেতনার আলো ছড়াতে আমাদের সাথে ছিল গ্লোবাল ভিলেজ রাঙামাটি। উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটে দুই দিনব্যাপী মিলনমেলায় দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা প্রায় ১৫০০ বিতার্কিক অংশগ্রহণ করে। বিতর্কের উজ্জ্বল শিখায় আলোকিত পাহাড়ের

প্রিয় মানুষগুলোকে। সেই হাতছানিতেই ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের বিতার্কিক বন্ধুরা ছুটে গিয়েছে বান্দরবান ও খাগড়াছড়িতে দিনব্যাপী বিতর্ক কর্মশালায়।

২য় এনডিএফ বিডি বিতর্ক কর্মশালা ও জাতীয় বর্তিক উৎসব ’০৬ চাঁদপুর
আজন্ম প্রান্ত ছোঁয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে হেঁটে চলেছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। এবার প্রান্ত ছোঁয়ার পালা মেঘনা-ডাকাতিয়ার সঙ্গমস্থল চাঁদপুর, যেখানে মুক্ত মুখরতায় নির্মিত হবে নিঃশর্ত শুদ্ধতা। এই চেতনায় চাঁদপুর শিল্পকলা একাডেমীতে বিজয় কেতন উড়েছিল ১ম চাঁদপুর বিতর্ক কর্মশালা ও উৎসব ’০৬-এর। শাণিত যুক্তিবোদ্ধাদের এই বৃহৎ মিলনমেলায় সারা বাংলাদেশের বিতার্কিকসহ স্থানীয় আট শতাধিক বিতর্ক অনুরাগীর দীপ্ত পদচারণে মুখরিত হয়ে ওঠে সমগ্র চাঁদপুর। ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পৃষ্ঠপোষকতায় এবং চাঁদপুর ডিবেট ফেডারেশনের সহযোগিতায় এই আয়োজন ছিল মুক্তচিন্তার বিচ্ছুরণে চাঁদপুরের খুদে বিতার্কিক ও সমগ্র বাংলাদেশের যুক্তিপ্রিয় মানুষগুলোর আরেকটি স্বপ্নের সফল বাস্তবায়ন।

১ম বাকৃবি আঞ্চলিক বিতর্ক কর্মশালা ’০৬
চাঁদপুর উৎসবের পর আমরা আমাদের স্বপ্নের পেখম মেলেছিলাম গারো পাহাড়ের শহর ময়মনসিংহে। সৃজনশীল যুক্তিবাদী মানুষগুলো মুক্তবুদ্ধির চর্চায় যুক্তির আরাধনায় মেতে উঠেছিল ব্রহ্মপুত্রের প্রান্তরে। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ন্যাশনাল ডিবেট ফেডারেশনের এই আয়োজনে বিতর্ক অঙ্গনের মুখরিত মুখগুলো তাই দাঁড়িয়েছিল একই প্লাটফরমে, এক মহা তর্কযজ্ঞে।

এনডিএফ বিডি আন্তঃবিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বিতর্ক প্রতিযোগিতা ’০৬
সাংস্কৃতিক রাজধানীখ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সহযোগিতায় ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের আয়োজনে এনডিএফ বিডি ১ম আন্তঃবিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বিতর্ক প্রতিযোগিতা ’০৬ ছিল সমগ্র বাংলাদেশের ৩০টির বেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের বিতার্কিকদের যুক্তির মিছিলে এক শৈল্পিক বাকযুদ্ধ। ‘শব্দ কথায় সাহস করে দাঁড়াই ঘুরে আজ’Ñ স্লোগানকে ধারণ করে আয়োজিত তিন দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতা যেন পূর্ণতা পেয়েছিল যুক্তি মঞ্চে দেশসেরা বিতার্কিকদের শাণিত মেধা ও মননের প্রতিফলনে। পৃষ্ঠপোষকতায় ছিল আর্টিজান সিরামিকস কোম্পানি।

১ম এনডিএফ বিডি নারী বিতর্ক কর্মশালা ’০৬
মহিয়সী নারী বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের লালিত স্বপ্নের আরেকটি বাস্তব রূপরেখা হলো ১ম এনডিএফ বিডি নারী বিতর্ক কর্মশালা ’০৬। আমাদের এই সমাজে নারীরা যে অবহেলিত নয়, তা প্রমাণ করতে সমর্থ হয়েছিল এই আয়োজনের মাধ্যমে। ‘যুক্তি যেথায় সূর্য সত্য’ স্লোগানে এনডিএফ বিডির সার্বিক সহযোগিতায় ও তত্ত্বাবধানে এবং হোম ইকোনমিকস ডিবেটিং ক্লাবের আয়োজনে এই অনুষ্ঠান ছিল আমাদের পিছিয়ে পড়া নারীদের একই কাতারে আনার একটি সফল প্রয়াস। হোম ইকোনমিকসসহ দেশের বিভিন্ন মহিলা কলেজের প্রায় সাত শতাধিক বিতর্কপ্রেমী অংশগ্রহণ করেছিল এই কর্মশালায়।

এআইইউবি ১ম কুমিল্লা আঞ্চলিক বিতর্ক কর্মশালা ’০৭
লাল-নীল স্বপ্ন আর সবুজ প্রত্যাশাকে সঙ্গী করে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ হেঁটে চলেছে অবিরাম, ক্লান্তিহীন। আর ক্লান্তিহীন এই পথচলাতে এতটুকুও ক্ষয় হয়নি আমাদের পদচিহ্ন। এবার তাই এই পদচিহ্ন এঁকে দিতে ঐতিহ্যের পটভূমি কুমিল্লাতে আমাদের পদচারণ। বিতর্ক নামক এই আধুনিক বাকশিল্পের মাধ্যমে ঐতিহ্যের মানচিত্রে আলোকিত যুক্তিবাদী সমাজ বিনির্মাণে দিনব্যাপী এই আয়োজনে কণ্ঠ তুলেছিল বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় সাত শতাধিক বিতর্ক অনুরাগী আর তাই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিবেটিং পরিষদের সহযোগিতায় ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের এই আয়োজনে ছিল যুক্তি আলোয় উদ্ভাসিত মুখগুলোর উচ্ছ্বসিত প্রতিধ্বনি।

ইএমসিডিসি-এনডিএফ বিডি ১ম নারী বিতর্ক উৎসব ’০৭

ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের আয়োজনে, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে বিতর্ক উৎসবটি ছিল বিতর্কচর্চাকে আরও একধাপ এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার। ঢাকাসহ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল এই বিতর্ক উৎসবে।

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের পথচলা শীর্ষক সেমিনার
বিতর্কচর্চায় দীর্ঘদিন পথ চলার পরিপ্রেক্ষিতে এনডিএফ বিডির সফলতা ও সার্বিক কার্যক্রমের ওপর বিস্তর আলোচনার জন্য আয়োজন করা হয় এনডিএফ বিডি পথচলা শীর্ষক সেমিনার। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটরিয়ামে এই সেমিনারে উপস্থিত ছিলেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর আ. ফ. ম. ইউসুফ হায়দার, এআইইউবির উপাচার্য ড. কারমেন জি লামাগ্না, ব্যাংক আল-ফালাহর কান্ট্রি হেড মাজেদুর রহমান, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান, ডেফোডিল গ্র“পের চেয়ারম্যান সবুর খান, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম. কে. বাশার, বিশ্বাস গ্র“পের চেয়ারম্যান মাইনউদ্দিন বিশ্বাস বাবু। তাদের বলিষ্ঠ কণ্ঠে আবারও উচ্চারিত হয়েছিল ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সকল কার্যক্রম, সময়ের শ্রেষ্ঠ আয়োজন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালোবাসার বিতর্ক
শুধু প্রচলিত ধারার বিতর্কচর্চাই নয়, ন্যাশনাল ডিবেট ফেডারেশন সব সময়ই এই শিল্পের বহুমাত্রিক বিকাশে অঙ্গীকারবদ্ধ। তাই তো এনডিএফ বিডি বিভিন্ন সময়ে আয়োজন করে আসছে দিবসভিত্তিক বিতর্ক আয়োজন। ২০০৬ সালের ১৪ ফেব্র“য়ারি ছিল এমনি একটি দিন। সব সময়ই বিতর্ককে সর্বত্র ছড়িয়ে দেওয়ার প্রত্যয়দীপ্ত এনডিএফ বিডি ভালোবাসার বিতর্কের আয়োজন করে অপার সৌন্দর্যের লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে। দেশসেরা বিতার্কিকদের এবং ৭ সহস্রাধিক বিতর্কপ্রেমীর মিলনমেলায় এদিন মুখরিত হয়ে ওঠে জাবি ক্যাম্পাস। অনুষ্ঠিত দুটো বিতর্কের বিষয় ছিল ‘ভালোবাসার অধরা অনলাইন’ এবং ‘প্রেমিকারাই প্রেমিকদের জীবন অতিষ্ঠ করে তুলছে’।

বিআরবি ক্যাবলস এনডিএফ বিডি ৩য় জাতীয় বিতর্ক উৎসব ’০৭
কুষ্টিয়ায় অনুষ্ঠিত এই বিতর্ক উৎসব ছিল এ যাবৎ কালের সর্ববৃহৎ বিতর্ক আয়োজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০০ বিতার্কিক এবং বিতর্ক অনুরাগী এই উৎসবে অংশগ্রহণ করেন। রবীন্দ্রনাথ আর লালনের স্মৃতিধন্য সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায় বিতার্কিকেরা প্রায় সব মডেলের প্রদর্শনী বিতর্ক, দর্শনীয় স্থান পরিদর্শন ও প্রতিযোগিতার মাধ্যমে আবারও প্রমাণ করল সময়ের প্রবাহে আমরাই শ্রেষ্ঠ কাণ্ডারী।

এনডিএফ বিডি সিলেট বিভাগীয় বিতর্ক কর্মশালা ’০৭
শাহজালাল এবং শাহ পরাণের স্মৃতিধন্য পুণ্যভূমি সিলেটে এনডিএফ বিডি আয়োজন করেছে সিলেট বিভাগীয় বিতর্ক কর্মশালা ’০৭। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই আয়োজনে আমাদের সঙ্গী ছিল সিলেট বিভাগের প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের তার্কিকেরা। পুণ্যভূমিতে হোক যুক্তির জয়গানÑ এই স্লোগানে মুখরিত হয়েছিল সিলেট বিভাগের বিতার্কিক বন্ধুরা। আর আমরা পেয়েছি সামনে এগিয়ে চলার প্রেরণা।

এনডিএফ বিডি রাজশাহী বিভাগীয় বিতর্ক কর্মশালা ’০৭
সিলেটের পর এবার আমরা ছুটে গিয়েছি রাজশাহীতে, এ অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সঙ্গী করে আমরা আয়োজন করেছি রাজশাহী বিভাগীয় বিতর্ক কর্মশালা ’০৭। রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণ করে প্রায় ১০০০ বিতার্কিক এবং বিতর্ক অনুরাগী। ‘যুক্তির শাণিত স্রোতে মুখরিত হোক বরেন্দ্র ভূমি’Ñএ স্লোগানে আমরা রাঙিয়ে দিয়েছিলাম প্রিয় রাজশাহীকে।

এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসব ’০৮
কল্লোলিত বুড়িগঙ্গার স্বপ্ন ভাসে, চারÑ শতকের বাঁকে, যুক্তির উল্লাসেÑ স্লোগানে ঐতিহ্যবাহী শত ঢাকার ৪০০ বছর পূর্তির প্রাক্কালে ১-২ নভেম্বর ২০০৮ সালে ৪র্থ জাতীয় ঘউঋ ইউ জাতীয় বিতর্ক উৎসব শাহবাগ জাদুঘরের শহীদ জিয়াউর রহমান মিলনায়তে সারাদেশ থেকে আগত সহস্রাধিক তার্কিকদের কণ্ঠে ধ্বনিত হয়েছিল যুক্তির জয়গান।

ট্রাস্ট ব্যাংক এনডিএফ বিডি ৫ম জাতীয় বিতর্ক ’১০
সময়ের পরিক্রমায় ‘নব প্রাণে জাগে মুক্তির উল্লাস, যুক্তি শতদলে’Ñ এই স্লোগানকে বুকে ধারণ করে আয়োজন করে ’১০।

জনতা ব্যাংক ৬ষ্ঠ এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসব ’১২
যুক্তিই হোক মুক্তির শুক্রপক্ষÑ স্লোগানকে ধারণ করে ২০১২ এর ২৪-২৫ ফেব্র“য়ারি রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ যাবৎকালের বিতর্ক ইতিহাসের বড় আয়োজন জনতা ব্যাংক ৬ষ্ঠ এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসব ’১১ যেখানে ২৪টি মেডিকেল কলেজ, ৬০টি সরকারি বেসকারি বিশ্ববিদ্যালয়, ২১৫টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও উন্মুক্ত বিতর্ক সংগঠন। উল্লেখযোগ্য বিষয়ছিল বাংলাদেশের প্রথিমযশা ১৫টি ইংলিশ মিডিয়াম স্কুলের অংশগ্রহণ আর অনুষ্ঠান শেষে তাহসানের সুরের মূর্ছনার সাথে সাথে ফানুস উড়ানো।

এই উৎসবের পর জাতীয় সংগঠন হিসেবে এনডিএফ বিডির দেশব্যাপী সাংঘঠনিক কার্যক্রমের নাটকীয় পরিবর্তন হয় ও ব্যাপক মাত্রায় বিতর্ক শিল্পচর্চায় বিভাগীয় বিতর্ক উৎসবের আয়োজন হয়। ঘউঋ ইউ-ঈঞএ-এর আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসব ’১২ থেকে শুরু করে কুষ্টিয়াতে সাগর-রুনীর স্মৃতি খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব ’১২, ঝালকাঠি জেলা প্রশাসকের আয়োজনে ১ম ঝালকাঠি জেলা বিতর্ক উৎসব ’১২, বগুড়া জিলা স্কুলের আয়োজনে রাজশাহী বিভাগীয় বিতর্ক উৎসব ’১২, দিনাজপুরে চিরির বন্দরে আমেনা বাকী রেসিডেনসিয়াল মডেল স্কুলের আয়োজনে রংপুর বিভাগীয় বিতর্ক উৎসব ’১২ এবং সর্বশেষ প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে প্রদর্শনী বিতর্কের আয়োজন করা হয়। যা প্রমাণ করে এনডিএফ বিডি তার্কিকদের বিতর্ককের প্রতি গভীর ভালোবাসা আর একনিষ্ঠ পরিশ্রমকে।
এভাবে আমরা আমাদের স্বপ্নের পথে হেঁটেছি। আমাদের ভালোবাসা মঞ্চের সেই প্রিয় ডায়াস। এখানে দাঁড়ালেই আমরা স্বপ্নের সমান উচ্চতায় পৌঁছে যাই। প্রাণের স্পন্দনে অতিক্রম করি মানচিত্র, সময় আর সমাজ।

মিশুক মুনীর ও তারেক মাসুদ স্মরণে সাইকেল র‌্যালি
সামাজিক দায়বদ্ধতা রয়েছে বলেই বিতার্কিক দেশের কোনো সমস্যা থেকেই মুখ ফিরিয়ে রাখতে পারেন না। সামরিকতন্ত্র, মৌলবাদ, প্রাকৃতিক দুর্যোগ যে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে বিতার্কিকের জোরালো ভূমিকা থাকা উচিত। শুধু রাজধানী ঢাকায় নয়, প্রত্যন্ত গ্রামেও যুক্তির আলো জ্বালানোর প্রয়াস গ্রহণ করা উচিত। নানাভাবে বিতর্কের কাছে একজন বিতার্কিক ঋণী। সেই ঋণ স্বীকার করতে হলে নিজের অর্জিত অভিজ্ঞতা অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এভাবেই দেশ ও সমাজের প্রতি বিতার্কিক তার কর্তব্য পালন করতে পারেন। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এদেশের অন্যতম বিতর্ক সংগঠন। তৃণমূল পর্যায়ে বিতর্ককে ছড়িয়ে দেওয়াই তাদের কার্যক্রমের মূল উদ্দেশ্য। সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুতে দেশবাসীর মধ্যে যে প্রতিক্রিয়া দেখা গেছে তা অভূতপূর্ব।

এনডিএফ বিডি তার সামাজিক দায়বদ্ধতা থেকে অনেক আয়োজন করেছে। আমরা জানি ১৩ আগস্ট, ২০১১ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছেন এটিএন নিউজের সিইও মিডিয়া বরণ্যে মিশুক মুনীর ও দেশবরেণ্য চলচ্চিকার তারেক মাসুদ। এর আগে মিরসরাইয়ে ট্রাক দুর্ঘটনায় নিহত হয় প্রায় ৪৩ জন ছাত্র। এছাড়াও স্বাধীনতা উত্তর বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে প্রায় ৫০,০০০ মানুষ। বাংলাদেশের বিতর্ক আন্দোলনের অন্যতম সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) তারেক মাসুদ, মিশুক মুনীর ও মিরসরাইতে ট্রাক দুর্ঘটনায় নিহত ছাত্র ও এ যাবৎকাল সড়ক দুর্ঘটনায় নিহত সবার স্মরণে ও সড়কপথে সব ধরনের অপমৃত্যুর প্রতিবাদে ২০ সেপ্টেম্বর, ২০১১ ঢাকা হতে মানিকগঞ্জ পর্যন্ত ১৫০ কি. মি. সাইকেল র‌্যালি করে। এতে অংশ নেয় এনডিএফ বিডি’র ৩ সদস্যের একটি দল।

তাকের-মিশুক স্মরণে এনডিএফ বিডি এই সাইকেল র‌্যালি করে সচেতন মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁদের স্মরণে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন নিঃসন্দেহে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এক অসাধারণ দৃষ্টান্ত। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে বিতার্কিকগণ সড়ক অব্যবস্থাপনার মূল কারণগুলোকে চিহ্নিত করে চালক ও যাত্রী উভয়কে সচেতন করবেনÑ এটিই আমাদের প্রত্যাশা।

ঝক+ঋ ১ম এনডিএফ বিডি-ডিএমসি ডিসি জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উৎসব ২০১১
স্বাধীনতার ৪১ বছর পর বিতর্ক আন্দোলনের ইতিহাসে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয় শুধুমাত্র মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে যুক্তির মেলা যা বিতর্ক শিল্পকে অনেক বেশি মানবিক করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

২য় এনডিএফ বিডি জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উৎসব ২০১২
ময়মনসিংহ মেডিকেল কলেজ ডিবেটিং সোসাইটিকে সাথে নিয়ে ঝক+ঋ ২য় ঘউঋ ইউ জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উৎসব করছে ১৪-১৫ ডিসেম্বর ২০১২।
এরপরে আর পেছনে তাকানো নয় শুধুই সামনে আর সফলতার গল্প।
গ্রাম, উপজেলা, জেলা, বিভাগীয়, জাতীয় বিতর্ক শিল্প এখন মঞ্চ পেরিয়ে অতি দ্রুততার সাথে অভিজাত পাঁচতারা হোটেলের হলরুমে আন্তর্জাতিক বিতর্কের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত। অন্যদিকে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইংরেজি মাধ্যমের নামজাদা স্কুল, কলেজগুলো এখন নিয়মিতভাবে বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে বিশ্ব বিতর্কের নানা আসরে উপস্থিত হয়ে জাানান দিচ্ছে ‘আমরা এসেছি’Ñ এ সবই সম্ভাবনার আলো আর যুক্তির সৌন্দর্য্য।

প্রামাণ্যচিত্র
বিতর্কচর্চা ও বিতর্কের ইতিহাস নিয়ে যসেব প্রামাণ্যচিত্র তৈরি হয়েছে বাংলাদশেরে ইতহিাসে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-এর স্বপ্নের ছাড়পত্র ’১২ তার মধ্যে অন্যতম।

ট্রাস্ট ব্যাংক ৭ম এনডএিফবডিি জাতীয় বর্তিক উৎসব ‘১৩
“রৌদ্রইে জন্মাবে বদ্রিোহ,যুক্ততিে সমকাল” Ñ স্লোগানকে ধারণ করে ২০১৩ সালে সারা বাংলাদশেরে ২৫০টি শক্ষিাপ্রতষ্ঠিানরে শক্ষর্িাথীদরে অংশগ্রহণে রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ট্রাস্ট ব্যাংক ৭ম এনডএিফবডিি জাতীয় বর্তিক উৎসব ‘১৩।
এনোনটক্সে ৮ম এনডএিফবডিি জাতীয় বর্তিক উৎসব ‘১৪
“চুরি যাওয়া কশৈোরে ফরিবইে যুক্তরি তুমুল যৌবন” স্লে স্লোগানকে সাথে নয়িে ন্যাশনাল ডবিটে ফডোরশেন বাংলাদশে সারা দশেরে বতর্িাককিদরে নয়িে ১৫-১৫ ম,ে ২০১৪ তে বাংলা একাডমেীতে আয়োজন করে এনোনটক্সে ৮ম এনডএিফবডিি জাতীয় বর্তিক উৎসব ‘১৪।
৩য় জাতীয় মডেকিলে বর্তিক উৎসব ‘১৪
২০১৪ এর র্মাচে চট্টগ্রাম মডেকিলে কলজেরে সহযোগতিায় ন্যাশনাল ডবিটে ফডোরশেন বাংলাদশে আয়োজন করে ৩য় জাতীয় মডেকিলে বর্তিক উৎসব ‘১৪।
র্৪থ ডএিমসডিসি-িএনডএিফবডিি জাতীয় মডেকিলে বর্তিক উৎসব ‘১৫
২০১৫ এর জুনে ঢাকা মডেকিলে কলজেে সারা দশেরে সমস্ত মডেকিলে কলজেরে শক্ষর্িাথীদরে অংশগ্রহণে ন্যাশনাল ডবিটে ফডোরশেন বাংলাদশে আয়োজন করে র্৪থ জাতীয় মডেকিলে বর্তিক উৎসব ‘১৫।

র্নদ্না ইউনভর্িাসটিি নবম এনডএিফবডিি জাতীয় বর্তিক উৎসব ‘১৬
“হৃদয় বলছে ঐ তো যুক্তরি ভোর” এই স্লোগানকে ধারণ করে ২৪-২৫ জানুয়ারী ২০১৬ তারখিে র্বণলি সব আয়োজনরে মধ্য দয়িে আয়োজতি হয় র্নদ্না ইউনভর্িাসটিি নবম এনডএিফবডিি জাতীয় বর্তিক উৎসব ‘১৬। ৩২০ টি শক্ষিাপ্রতষ্ঠিানরে শক্ষর্িাথীদরে অংশগ্রহণে মুখরতি হয়ে ওঠে শশিু একাডমেীর মলিনায়তন।

লডিারশীপ ট্রইেনংি ক্যাম্প
প্রতি বছর সারা দশেে ছড়য়িে থাকা এনডএিফবডিরি কো-র্অডনিটেরদরে মাঝে নতেৃত্বরে গুণাবলী বকিাশরে জন্য সুন্দরবন, বান্দরবান, কক্সবাজার সহ দশেরে বভিন্নি প্রান্তে লডিারশীপ ট্রইেনংি ক্যাম্প এর আয়োজন করে থাকে এনডএিফবডি।ি বর্তিক র্চচার পাশাপাশি একজন সুনাগরকি হওয়া ও মানবীয় গুণাবলীর সমন্বয়ে একজন পরপর্িূণ মানুষ হসিবেে সংগঠকদরে গড়ে তুলতে চায় এনডএিফবডি।
এসব ছাড়াও সামাজকি দায়বদ্ধতার অংশ হসিবেে বছর জুড়ইে ফ্রী ব্লাড ডোনশেন ক্যাম্প, ফ্রী ব্লাড গ্রুপংি ক্যাম্প, পরষ্কিার পরচ্ছিন্নতা অভযিান ইত্যাদি নানাবধি র্কাযক্রমরে আয়োজন করে থাকে এনডএিফবডি।

যুক্তপিত্র
বিতর্ক আন্দোলনের হাতিয়ার হিসেবে এবং বিতর্কবিষয়ক তথ্য প্রমাণিকরণের ক্ষেত্রে বিতর্কবিষয়ক প্রকাশনা বিশেষ গুরুত্বপূর্ণ। তাই এনডএিফবডিরি ঐকান্তকি প্রচষ্টো ছলি “যুক্তপিত্র” যা বাংলাদশেরে বতর্িাককিদরে হাতে বর্তিক শল্পিরে একটি র্পুণাঙ্গ অভধিান তুলে দয়োর ইতহিাসে এক দারুণ সাফল্য।

এনডএিফবডিি ক্যারয়িার এণ্ড ডবিটে স্কুলংি
যুগ, সময় ও পরস্থিতিরি প্রক্ষেতিে পড়াশোনার পাশাপাশি আধুনকি ও জীবনমুখী জ্ঞান এবং নজিরে মনরে কথা নজিরে মত করে সাহসকিতার সাথে বলার শক্তি র্অজনরে লক্ষ্যে সুস্থ যুক্তবিোধসম্পন্ন, চৌকস ও আত্মবশ্বিাসী  শক্ষর্িাথীদরে গড়ে তুলতে “যুক্তরি সৌর্ন্দযে বকিশতি হোক আগামীর প্রতভিা” এই স্লোগানকে ধারণ করে দশেরে বর্তিক আন্দোলনরে কন্দ্রেীয় সংগঠন এনডএিফবডিি বাংলাদশেরে ইতহিাসে প্রথমবাররে মত বর্তিক শল্পিকে প্রাতষ্ঠিানকি প্রশক্ষিণরে মাধ্যমে দশেরে প্রতটিি কোণায় পৌঁছে দয়োর ব্যতক্রিমী এই র্কাযক্রম শুরু করছেে ঢাকা, সাভার, সলিটে সহ দশেরে বভিন্নি জায়গায়।

একে এম শোয়বে
এবার আসি যার হাত ধরে এনডএিফবডিরি এই র্দীঘ পথ পাড়ি দয়ো, এত বশিাল র্কমযজ্ঞরে যনিি পুরোধা সইে মানুষটরি কথায়। বলতে চাই এনডএিফবডিরি র্কণধার একে এম শোয়বে এর কথা। এনডএিফবডিরি চয়োরম্যান জনাব একে এম শোয়বে। তনিি ঢাকা ইউনভর্িাসটিি ডবিটেংি সোসাইটরি সভাপতরি দায়ত্বি পালন করনে ১৯৯৪ থকেে ১৯৯৬ র্পযন্ত। ঢাকা ইউনিভার্সিটি ব্লু এ্যাওয়ার্ড প্রাপ্তরি পাশাপাশি তনিি ছলিনে বাংলাদশে টলেভিশিন বর্তিক প্রতযিোগতিার চ্যাম্পয়িন দলরে সদস্য, মালয়শয়িায় আর্ন্তজাতকি বর্তিক প্রতযিোগতিায় বাংলাদশেরে প্রতনিধি।ি র্বতমানে তনিি বাংলাদশেে র্সববৃহৎ কোরয়িান বনিয়িোগকারী প্রতষ্ঠিান ‘ইয়াংওয়ান’ এর মহাব্যবস্থাপক (আর্ন্তজাতকি র্মাকটেংি) হসিবেে র্কমরত আছনে। একজন অসাধারণ বতর্িাককি ও সংগঠক হওয়ার পাশাপাশি তনিি একজন অসাধারণ আবৃত্তকিার ও উপস্থাপক। তার একক আবৃত্তরি এলবাম প্রকাশতি হয়ছেে যা বশে জনপ্রয়িতা লাভ করছে।ে তাছাড়া তার নর্দিশেনা, পরচিালনা ও উপস্থাপনায় র্অথনীতি বষিয়ক জনপ্রয়ি অনুষ্ঠান “সমকালীন র্অথনীত”ি মরেলি প্রথম আলো তারকা জরপিে সরো অনুষ্ঠান হসিবেওে মনোনীত হয়। বর্তিক শল্পিরে র্পুণাঙ্গ অভধিান যুক্তপিত্ররে সম্পাদনাও করনে তনি।