“যুক্তির সৌন্দর্যে বিকশিত হোক আগামীর প্রতিভা”

স্থান ঃ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যন্ড কলেজ

  1. আপনার সন্তান কি কথা বলতে লজ্জা পায়? ওর লজ্জাটা কি একটু বেশি? ও যা জানে তা কি প্রকাশ করতে পারে না? প্রকাশ ভঙ্গিগুলো কি এলোমেলো? সঠিক কথা সঠিক সময়ে বলতে অপরাগ? যদি লোকে কিছু বলে এই ভয়ে পিছিয়ে পড়ছে?
    এসব দূর করে আপনার সন্তানকে স্মার্ট, আত্মবিশ্বাস, যুগোপযোগী, সামাজিক ও ক্যারিয়ার নির্ভর করতে চান?তবে আজই যোগাযোগ করুন-“এনডিএফ বিডি ক্যারিয়ার এন্ড ডিবেট স্কুলিং প্রোগ্রাম” “যুক্তির সৌন্দর্যে বিকশিত হোক আগামীর প্রতিভা” প্রশিক্ষণ কর্মশালায়। আমরা সামাজিক মানুষ চাই, স্বার্থপর, জনবিচ্ছিন্ন, আত্মকেন্দ্রিক মানুষ চাই না। হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে নিজের শক্তিকে উদ্ভাসিত হয়ে আধুনিক, চৌকস, আত্মবিশ্বাসের সাথে নিজের কথা নিজের মত করে বলার দক্ষতা তৈরীতে আমাদের নিরন্তন চেষ্টা থাকবে।

    যে সকল বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হবে ঃ

    1 বিতর্ক এবং সাবলিল ও সুদ্ধভাবে কথা বলার জন্য উচ্চারণ, বাচনভঙ্গি,কথা বলার প্রস্তুতি ও কৌশল।

  2. উপস্থাপনা, কন্ঠের পরিচর্যা ও মাইকের ব্যবহার।
  3. সনাতনী বিতর্ক ও এর কৌশল।
  4. সংসদীয় বিতর্কের নিয়মাবলী ও বিভিন্ন পয়েন্টের ব্যবহার।
    স্ক্রিপ্ট তৈরী ।
  5. বিতর্কে যুক্তি প্রয়োগ ও খন্ডন।
  6. ভাল বিতার্কিকের গুনাবলী ও বিজয়ী হবার কৌশল।
  7. দূরদর্শিতা ও চিন্তার গভীরতা।
  8. ক্যারিয়ার পরিকল্পনা ও  খরভব ঝঃুষব।
    Presenter, News Presenter এবং RJ nevi হবার প্রস্তুতি।

    • Public Speaking Competition

     

  9. আঞ্চলিক, রম্য, সাহিত্য ফরমেটের বিতর্ক।
  10. সপ্নের ডাইরি।
    ভাল বন্ধু নির্বাচন ও ভাল বন্ধু হওয়ার উপায়।
    পড়াশোনা, সাধারন জ্ঞান ও সাম্প্রতিক বিশ্বের সাথে সম্পৃক্ত থাকার উপায়।
    বিতর্ক চর্চার মাধ্যমে ছাত্র জীবনে বিজয়ী হবার কৌশল।যেভাবে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হবে ঃ
    প্রতি শুক্রবার ও শনি বার বিকাল ৩.০০ থেকে ৬.০০ পর্যন্ত তাত্ত্বিক এবং পর্যন্ত ব্যবহারিক ক্লাস নেওয়া হবে। তাত্ত্বিক ক্লাসে উপরোক্ত বিষয় সমূহের উপর আলোচনা এবং ব্যবহারিক ক্লাসে হাতে কলমে প্রশিক্ষণ ও মূল্যায়ন পরীক্ষা করা হবে। ৭ সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে এবং সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হবে। পরবর্তীতে তারা এনডিএফ বিডির সকল জাতীয় আয়োজনে অংশগ্রহনের সুযোগ পাবে।
    শিক্ষার্থীরা যা পাবে ঃ
    বিতর্ক শিল্পের অভিধান, সার্টিফিকেট, ক্লাস লেকচার শীট, কলম, ফোল্ডার, দেশব্যাপী চঁনষরপ ঝঢ়বধশরহম ও বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় বিতর্ক উৎসবসহ সমাজ সচেতনতামূলক বিভিন্ন আয়োজনে অংশগ্রহনের সুযোগ পাবে।
    কোর্স ফি ঃ
    ৭ সপ্তাহ ব্যাপী বুদ্ধি ভিত্তিক এই কর্মশালার কোর্স ফি বাবদ প্রতি ছাত্র/ছাত্রী হিসাবে ১,০০০/- (দ্ইু হাজার) টাকা ধার্য করা হয়েছে। উক্ত অর্থ কোর্স শুরু হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রদান করতে অনুরোধ করা যাচ্ছে।

    যারা প্রশিক্ষন দিবেন
    জাতীয় ও আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তার্কিক, স্বনামধন্য বহুজাতিক কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা, মিডিয়ার প্রিয় মুখ সমূহ।
    যোগাযোগ ঃ
    জনাব বিপ্লব কুমার সরকার
    প্রভাসক (ইংরেজি বিভাগ)
    জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যন্ড কলেজ
    কো-অর্ডিনেটর, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যন্ড কলেজ ডিবেটিং ক্লাব
    বিভাগীয় সমন্বয়কারী, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ
    মোবাইল: ০১৭৩০০৩৬১৭৩

  11.  জনাব মো: খলিলুর রহমান
    শিক্ষক (বাংলা বিভাগ)
    জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যন্ড কলেজ
    আহ্বায়ক, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যন্ড কলেজ ডিবেটিং ক্লাব
    মোবাইল: ০১৭১২২৮০৫৩০
  12. এম আলমগীর
    নিউজ প্রেজেন্টার, বাংলাভিশন,
    কো-চেয়ারম্যান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ
    মোবাইল: ০১৭১৬৬২৮২৭২    মো: আশিকুর রহমান আকাশ
    ডিরেক্টর, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ
    মোবাইল: ০১৭৫৪৩৪৩৩৩৩
  13. মো: হামজা
    প্রেসিডেন্ট,
    শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি
    মোবাইল: ০১৭১৩৪১৫৬০৫, ০১৬৭৩০৮১৪৫৪
  14. তাবাস্সুম সাম্মী
    সিলেট উইমেনস মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব
    মোবাইল: ০১৬২৯১৫৯৩২১
    এনডিএফ বিডি ক্যারিয়ার এন্ড ডিবেট স্কুলিং প্রোগ্রাম
    “যুক্তির সৌন্দর্যে বিকশিত হোক আগামীর প্রতিভা”
    এনডিএফ বিডি ক্যারিয়ার এন্ড ডিবেট স্কুলিং প্রোগ্রাম
    “যুক্তির সৌন্দর্যে বিকশিত হোক আগামীর প্রতিভা”

    Download Form