‘যুক্তির আলোয় উদ্ভাসিত হোক আগামীর সভ্যতা’- এ শ্লোগানকে ধারণ করে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় ‘মার্কেন্টাইল ব্যাংক তৃতীয় এনডিএফ-বিডি এবং ভিসিডিএস’ বিতর্ক উত্সব। গতকাল শনিবার দিনব্যাপী কুমিল্লা শিল্পকলা একাডেমীতে এ উত্সবকে ঘিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও তারুণ্যদীপ্ত বিতার্কিকদের অংশগ্রহণ আর উচ্ছ্বাস-আনন্দে নগরজুড়ে প্রাণের জোয়ার বয়ে যায়। বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ‘ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ-বিডি)’ ও ‘কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিবেটিং সোসাইটি (ভিসিডিএস)’ এর যৌথ উদ্যোগে এ বিতর্ক উত্সব অনুষ্ঠিত হয়। এ বিতর্ক উত্সবের প্রিণ্ট মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান তালুকদার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের, মার্কেন্টাইল ব্যাংক কুমিল্লা শাখার অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট দীলিপ চন্দ্র দাস, ওয়াসিস হাইটেক স্পোর্টসওয়ার লি. এর চেয়ারম্যান জাভেদ ওয়ালী, ব্যবস্থাপনা পরিচালক আশফাকুর রহমান, প্রভাষক রোশনে ফাতেমা মুক্তি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, এনডিএফ-বিডি’র চেয়ারম্যান এ.কে.এম সোয়েব, কো-চেয়ারম্যান মো. তামজিদ হাসান, ভিসিডিএস-এর সভাপতি মো. মতিউর রহমান সবুজ, কুমিল্লা জেলা কালচারাল অফিসার বশির-উল আনোয়ার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাভিশনের সংবাদ পাঠক মো. আলমগীর।
দিনব্যাপী বিতর্ক উত্সবে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ সরকারি-বেসরকারি বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল-কলেজ, মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আগত মেধাবী শিক্ষক-শিক্ষার্থী ও ডিবেট ক্লাব মডারেটররা অংশগ্রহণ করেন। এছাড়া কুমিল্লা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও এ উত্সবে অংশগ্রহণ করায় অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। এ উত্সব উপলক্ষে নগরীতে বর্নাঢ্য শোভাযাত্রা, বিভিন্ন ফরমেটের প্রদর্শনী বিতর্ক, বিতর্ক কর্মশালা, বিতর্ক প্রযোগিতাসহ নানা আয়োজন ছিল। দুই পর্বের আয়োজনে ছিল আঞ্চলিক বিতর্ক, সনাতনী বিতর্ক, সংসদীয় বিতর্ক, বারোয়ারী বিতর্ক, রম্য বিতর্ক, প্লানচ্যাট বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয়ভিত্তিক কর্মশালা। আঞ্চলিক বিতর্কে ওঠে আসে বিতার্কিকদের জেলার আঞ্চলিক ভাষায় সংশ্লিষ্ট জেলার খ্যাতি, ঐতিহাসিক স্থান-নিদর্শন ও স্থাপনার বিভিন্ন সুখ্যাতির চিত্র। এক পক্ষ অপর পক্ষকে হারাতে রম্যব্যাঙ্গ করতেও কার্পন্য করেনি। উত্সবে বিতর্ক শিল্পে অবদানের জন্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিবেটিং সোসাইটি’র সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবরকে আজীবন সম্মাননা দেয়া হয়। সন্ধ্যায় বিভিন্ন ইভেন্টের বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এনডিএফ-বিডি’র চেয়ারম্যান এ.কে.এম সোয়েব বলেন, বিতর্ক হচ্ছে একটি শিল্প। বিতর্ক মেধা ও মননশীলতার মাধ্যমে সুপ্ত প্রতিভাকে বিকশিত করার অন্যতম মাধ্যম।
Ittefaq
Banglanews24