অংশগ্রহণকারীদের জন্য তথ্য:

১. “কোকা-কোলা বাংলা এখন, বাংলা তখন বিতর্ক প্রতিযোগিতা ২০১৯” এর প্রাথমিক পর্ব বাংলাদেশের ৭টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
২. দেশের সকল কলেজ, মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের (বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম বা ইংরেজি সংস্করণ) শিক্ষার্থীরা নি¤œবর্ণিত প্রক্রিয়ায় এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
ক্স প্রতিটি কলেজ ৩ জন অংশগ্রহণকারীর সমন্বয়ে সর্বোচ্চ ১টি দল পাঠাতে পারবে।
ক্স প্রতিটি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ ৩ জন অংশগ্রহণকারীর সমন্বয়ে সর্বোচ্চ ১টি দল পাঠাতে পারবে।
৩. গ্রুপ:
ক্স গ্রুপ ক: উচ্চমাধ্যমিক (একাদশ, দ্বাদশ)
ক্স গ্রুপ খ: ¯œাতক এবং তদোর্ধ্ব
৪. প্রতিযোগিতার জন্য সবার আগে নিবন্ধন সম্পন্ন করা
ক গ্রুপ থেকে ১৬ টি দল
খ গ্রুপ থেকে ৮ টি দলকে অনুমতি দেয়া হবে
৫. এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে, তার্কিকদের নিজ প্রতিষ্ঠান কর্তৃপক্ষের যথাযথ অনুমতি নিয়ে নিবন্ধন ফর্ম (ফটোকপি অনুমোদিত) সঠিকভাবে পূরণ করতে হবে।
৬. প্রতিটি বিভাগের ৪টি করে দল (প্রতি গ্রুপে ২টি করে ফাইনালিস্ট টিম) ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া গালা রাউন্ডে অংশগ্রহণের জন্য ”ইয়েস কার্ড” পাবে।
৭. ৬ টি বিভাগের প্রতিটি গ্রুপে ১২ টি করে ও ঢাকা বিভাগের ৮ টি দলসহ মোট ৩২ টি দল গালা রাউন্ডের জন্য নির্বাচিত হবে।
৮. বিতর্ক প্রতিযোগিতার পদ্ধতি:
বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা সংসদীয় ধারায় অনুষ্ঠিত হবে। প্রতিটি দল নক আউট পদ্ধতিতে একে অন্যের মুখোমুখি হবে।
৯. প্রতিটি দল নিম্নবর্তী জিনিস গুলো পাবেন:
লাঞ্চ,  স্ন্যাকস, চা/কফি, নোটবুক, কলম, সনদ ইত্যাদি
১০. দলগুলি তাদের নিবন্ধন ফর্মসমূহ প্রতিযোগিতার আঞ্চলিক প্রতিনিধি অথবা কুরিয়ার যোগে পাঠাতে পারবেন।
১১. প্রতিযোগিতা আয়োজনকারী কর্তৃপক্ষ অংশগ্রহণকারীদের জন্য কোন প্রকার আবাসন সুবিধা প্রদান করবে না।
১২. প্রতিযোগিতার সকল ক্ষেত্রে বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৩. যদি কোন ব্যক্তি বা সংস্থা প্রতিযোগিতার ভাবমূর্তি ধ¦ংস করার চেষ্টা করেন তবে কর্তৃপক্ষ অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
১৪. অনুষ্ঠানস্থলের বাইরে সংঘটিত কোন অনাকাক্সিক্ষত ঘটনার জন্য প্রতিযোগিতা আয়োজনকারী কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী থাকবে না।
১৫. প্রতিযোগিতা সংক্রান্ত যেকোন তথ্য বা প্রশ্নের জন্য অনুগ্রহপূর্বক চিঠির সাথে সংযুক্ত আঞ্চলিক যোগাযোগ তালিকা অনুযায়ী যোগাযোগ করুন।
১৬. এনডিএফ বিডি এবং কোকা-কোলা কর্তৃপক্ষ পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী প্রতিযোগিতার বিষয়ে যেকোন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে।

 

অনুষ্ঠানসূচী

সকাল ৮.৩০ মিনিট: নিবন্ধন, পরিচয় পত্র, উপহার সামগ্রী বিতরণ।
সকাল ৯.৩০ মিনিট: উদ্বোধনী অনুষ্ঠান।
সকাল ৯.৪৫ মিনিট: প্রতিপক্ষ নির্ধারণ
সকাল ১০.৩০ মিনিট: বিতর্ক প্রতিযোগীতা; গ্রুপ এ। প্রথম রাউন্ড।
সকাল ১১.৪৫ মিনিট: বিতর্ক প্রতিযোগীতা; গ্রুপ বি। প্রথম রাউন্ড।
দুপুর ১২.৪৫ মিনিট: নামায এবং মধ্যাহ্নভোজের বিরতি।
দুপুর ২ মিনিট: বিতর্ক প্রতিযোগীতা; গ্রুপ এ। কোয়ার্টার ফাইনাল
দুপুর ২ মিনিট: বিতর্ক প্রতিযোগীতা; গ্রুপ বি। কোয়ার্টার ফাইনাল
দুপুর ৩ মিনিট: গ্রুপ বি – সেমি ফাইনাল
দুপুর ৩.১৫ টা: গ্রুপ এ – সেমি ফাইনাল
বিকাল ৪.৩০ মিনিট: সাংস্কৃতিক আয়োজন।
সন্ধ্যা ৫ মিনিট: সমাপনী অনুষ্ঠান।

 

This form is closed